সিলেটটুডে ডেস্ক

০৬ জুলাই, ২০১৬ ১৯:৪৬

এলো খুশির ঈদ

"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ"।

রাত পোহালেই সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়, দেশের কোথাও ১৪৩৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরান, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইউরোপ ও এশিয়ায়  বুধবার (৬ জুলাই) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহে। প্রতিবছর লাখো মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন এই ঈদগাহে। এবারও ঈদ জামাতের জন্য শাহী ঈদগাহে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে, সিলেটে ঈদের দিনও সিলেটে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এবারের ঈদের আগে গুলশানে হলি আটিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় বিদেশ নাগরিকসহ ২০ জনের মৃত্যুতে শোকের আবহে ঈদ উদযাপিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত