নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০১৬ ১০:১৫

পর্যটকের চাপে সিলেট-তামাবিল সড়কে তীব্র যানজট

দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকবাহী বাসের চাপে সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়ায় ৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে  জাফলং, লালাখালসহ বিভিন্ন স্পটে ঘুরতে বের হওয়া শত শত পর্যটক আটকা পড়েছেন।

ভোর থেকেই এই সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। সকাল ৯টার পরে সে চাপ অসহনীয় আকার ধারণ করেছে বলে খবর পাওয়া যায়। বিশেষ করে খাদিমপাড়ায় হযরত শাহপরান (র:) এর মাজার জিয়ারত করতে আসা বিভিন্ন অঞ্চলের মানুষের বাসের সারির কারণে পুরো সড়কটি স্থবির হয়ে পড়েছে।

যানজটে আটকে থাকা ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান ভিজিট সিলেটের কর্ণধার হাসান মোরশেদ জানান, "অসহনীয় যানজট পেরিয়ে অফিস যাওয়ার জন্য ৩ কিমি হাঁটতে হয়েছে। মাজার জিয়ারত করতে আসাদের এলোপাথাড়ি গাড়ি পার্কিং এর কারণে সৃষ্টি যানজটে নিরসনে কোন কর্তৃপক্ষকেও দেখা যাচ্ছে না"।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা নিয়মিত জ্যাম। মাজারে আসছে সবাই। ওদিকে আবার পিকনিকে যাচ্ছে। তবে কোনা দুর্ঘটনার খবর জানা নেই"।



ছবি: হাসান মোরশেদ


আপনার মন্তব্য

আলোচিত