নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০১৬ ০০:০৬

পিস টিভি বন্ধ : কোয়াবের সিদ্ধান্তের অপেক্ষায় এসসিএস

জঙ্গিবাদে তরুণদের প্ররোচিত করার অভিযোগে উঠেছে ইসলামী বক্তা জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠিত পিস টিভির বিরুদ্ধে। বাংলাদেশে টিভির সম্প্রচার বন্ধের দাবি ওঠেছে। এ অবস্থায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি জানিয়েছেন, তারা পিস টিভি বন্ধের উদ্যোগ নিয়েছেন।

এ ব্যাপারে কি ভাবছে সিলেট কেবল সিস্টেম লিমিডেট (এসসিএস)। এসসিএস'র ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোয়াব থেকে আমাদের কোনো নির্দেশনা আসেনি। কোয়াব এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে আমরা অবশ্যই তা মেনে নিবো। এছাড়া সরকার পিস টিভি বন্ধের নির্দেশনা দিলে তা তো সকলেই মানতে বাধ্য।

তিনি বলেন, ঈদের ছুটি থাকায় এই বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারি নি। রোববার অফিস খুলবে। রোববার ই বিষয়ে আমরা পরিচালকদের সাথে কথা বলবো।

এরআগে শনিবার বিকেলে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মীর হোসেন আখতার শনিবার একটি অনলাইন গণমাধ্যমকে বলেন, বলেন, মন্ত্রণালয় নির্দেশ দেয়নি, তবে আমরাই পিস টিভি বন্ধ করে দিচ্ছি।

কোয়াব সভাপতি বলেন, পিস টিভি নিয়ে আমরা তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। শনিবার দুপুরেও তার সঙ্গে কথা হয়েছে। তিনি কোনও নির্দেশনা দেননি। তবে বলেছেন, রবিবার নিজ মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবেন। তিনি বলেন, পিস টিভি নিয়ে যেহেতু বিতর্ক উঠেছে, সেহেতু আমরা নিজ উদ্যোগেই এর সম্প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছি। আমি অপারেটরদের বলে দিয়েছি এই চ্যানেল যেন আর সম্প্রচার করা না হয়। ইতোমধ্যে বহু জায়গায় পিস টিভি বন্ধ হয়ে গেছে।

শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলপকালে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুও পিস টিভির ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, 'এই টিভিটি সম্পর্কে কিছু অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে। এগুলো খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের অফিস খুললেই কাজ শুরু হবে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সরকারের স্ট্যান্ড আমরা স্পষ্ট করব।'

পিস টিভির উদ্যোক্তা জাকির নায়েকের বিতর্কিত কথায় তরুণরা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ছে—এমন অভিযোগ দীর্ঘদিনের। গত ১ জুলাই গুলশান হামলায় জড়িতদের মধ্যে দুই তরুণ জাকির নায়েকের বক্তব্য শুনে জঙ্গিবাদে আকৃষ্ট হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। ভারতের কিছু তরুণও জাকির নায়েকের বক্তব্যে জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছে বলে একইভাবে প্রকাশ পায়। এরপর নড়েচড়ে উঠে সবাই।

জঙ্গিবাদে তরুণদের উৎসাহ জোগানের অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। ইতোমধ্যে মালয়েশিয়া, যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ করা হয়েছে এর সম্প্রচার।

২০০৬ সালের ২১ জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে পিস টিভি সম্প্রচারিত হচ্ছে। ২০১১ সালের ২২ এপ্রিল শুরু হয় পিস টিভি বাংলা চ্যানেল। বাংলা ছাড়াও বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হচ্ছে এ চ্যানেলটি। মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ‘পিস টিভি’। এটা পরিচালনা করেন জাকির নায়েক নিজেই।

আপনার মন্তব্য

আলোচিত