জগন্নাথপুর প্রতিনিধি

১০ জুলাই, ২০১৬ ০০:৪১

জঙ্গিবাদ প্রতিহত করতে পাড়া-মহল্লায় কমিটি গঠন করতে হবে

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে জঙ্গি তৎপরতা প্রতিহত করতে হলে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় আ.লীগের নেতৃত্বে কমিটি গঠন করতে হবে। এসব কমিটির মাধ্যমে জঙ্গিবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এছাড়া কোন ছেলে-মেয়ে নিখোঁজ হলে অথবা এলাকায় কোন অপরিচিত সন্দেহভাজন লোক দেখলে পুলিশকে জানানোর জন্য তিনি সকলকে আহবান জানান।

শনিবার দুপুরে জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে আ.লীগের ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী জানান, ১৫০ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারার নদীর উপর রাণীগঞ্জ সেতুর কাজের আগামি সেপ্টেম্বর মাসে উদ্বোধন হবে। জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দেব, আব্দুল কাইয়ূম মশাহিদ, সৈয়দ সাব্বির আহমদ, জামাল মিয়া তালুকদার, যুগ্ম-সম্পাদক সিরাজ উদ্দিন, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, আ.লীগ নেতা বিজন কুমার দেব, শহিদুল ইসলাম লেচু, পৌর আ.লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, ধর্ম সম্পাদক হাজী শফিকুর রহমান লিলু, আ.লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, আ.লীগ নেতা আছকির ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে দিপাল, পাটলি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদ সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আজাদ কবেরি, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, এমদাদ আহমদ, সহ-সম্পাদক শফিক আহমদ, প্রচার সম্পাদক আজহারুল হক ভূইয়া শিশু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, বাবু চৌধুরী, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম-আহবায়ক কওছর রশীদ যুবলীগ নেতা রেজাউল করিম, জাহাঙ্গীর খান, তফজ্জুল হক, তুরন আহমদ, কামরুল ইসলাম, কামাল হোসেন লিলু, জেলা ছাত্রলীগ নেতা সিতু আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ আহমদ, সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, আজমল হোসেন মিঠু, যুগ্ম-সম্পাদক কল্যাণ কান্তি রায় সানি, আব্দুল মুকিত, তোহা চৌধুরী, ছাত্রলীগ নেতা শাহ রুহেল আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ, ছাত্রলীগ নেতা সারোয়ার, সাজ্জাদ, মাহিন ভূইয়া প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত