নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০১৬ ১৮:১৪

সরকারি সিদ্ধান্ত মেনে সিলেটে পিস টিভির সম্প্রচার বন্ধ করল এসসিএস

রোববার (১০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রীসভা কমিটির  বৈঠকে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত আসার পর বিকেলেই তা বাস্তবায়ন করা হয়েছে। বিকেল ৫টা ৫৫ মিনিটে কেবল অপারেটররা পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

সিলেট কেবল সিস্টেমস লিমিটেড (এসসিএস) এর ব্যবস্থাপনা পরিচালক জুনেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  "সরকারি সিদ্ধান্ত পাওয়ার  সাথে সাথেই আমরা পিস টিভি বন্ধ করে দিয়েছি"।

জঙ্গিবাদে উৎসাহ যোগানোর অভিযোগে বাংলাদেশে বিতর্কিত 'ইসলামী চিন্তাবিদ' জাকির নায়েক পরিচালিত 'পিস টিভি'র সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাদেশে গুলশানে জঙ্গি হামলায় অংশগ্রহণকারী একাধিক জঙ্গি জাকির নায়েক ও পিস টিভির মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন বলে গণমাধ্যমে প্রকাশ। এরপর পিস টিভি বন্ধের দাবি উঠে বিভিন্ন মহলের পক্ষ থেকে।

ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী জাকির নায়েকের পিস টিভির ভারতেও বৈধ কোন লাইসেন্স নেই। ২০১২ সালের ৬ ডিসেম্বর এ টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত