সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০১৬ ২১:০৪

আখাউড়া-আগরতলা রেল সংযোগ : দ্রুত ভূমি অধিগ্রহণ করছে ভারত

আখাউড়া-আগরতলা সংযোগের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে জমি অধিগ্রহণ শুরু করছে ভারত। রবিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানান।

পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট মিলিন্দ রামটেকে রোববার গণমাধ্যমকে জানান, আগরতলা-আখাউড়া রেল সংযোগের ভারত অংশের জায়গা অধিগ্রহণের জন্য ৯৭ কোটি টাকা রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে আগরতলা অংশে ৫ কিলোমিটার এলাকা অধিগ্রহণ করা হবে।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভূমির মালিকদের নোটিশ প্রদান করেছি এবং তিন মাসের মধ্যে এ অধিগ্রহণ সম্পন্ন হবে।

আখাউড়া-আগরতলা এ রেল সংযোগে দুই দেশের দুই অংশ মিলিয়ে সর্বমোট ১৫.০৫৪ কিলোমিটার লম্বা রেল লাইন নির্মাণ করা হবে, এবং ২০১৭ সালের মধ্যে এ রেল সংযোগ নির্মাণকাজ শেষ করা হবে বলে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয় সূত্রে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। এ সংযোগের ৫ কিলোমিটার ভারতের আগরতলা অংশে এবং বাকি অংশ বাংলাদেশে নির্মাণ করা হবে। গত মে মাসের ২৭ তারিখ এ রেল সংযোগ কাজের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আপনার মন্তব্য

আলোচিত