নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৬

এইচএসসিতে সিলেট বোর্ডে ৭১ জনের ফল বদল, ফেল থাকা ২৯ জন পাশ করেছেন

পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত

দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। পুনঃনিরীক্ষণের পর সিলেট শিক্ষা বোর্ডের আবেদনকারীদের মধ্যে  ৭১ জন শিক্ষার্থীর ফলাফল বদল হয়েছে।

এরমধ্যে ঘোষিত ফলাফলে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য থাকা ২৯ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের  পর সংশ্লিষ্ট বিষয়ে পাশ করেছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুননিরক্ষণের ফল প্রকাশিত হয়।  

এর আগে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামসুল ইসলাম জানিয়েছিলেন, পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া টেলিটক মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এছাড়াও বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও এ ফলাফল জানা যাবে।

গত ৮ আগস্ট ফল প্রকাশের পর সিলেট বোর্ডে ১৭ হাজার শিক্ষার্থী প্রাপ্ত ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন। এছাড়া ঢাকা বোর্ডে একলাখ ৪০ হাজার,  চট্টগ্রাম বোর্ডে ৫৫ হাজার, রাজশাহী বোর্ডে ৪০ হাজার, কুমিল্লা বোর্ডে ৩২ হাজার, যশোর বোর্ডে ৩১ হাজার, , বরিশাল বোর্ডে সাড়ে ১৯ হাজার, দিনাজপুর বোর্ডে সাড়ে ২৭ হাজার ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজারের মতো উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত