সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০১৬ ১১:৩০

যুদ্ধাপরাধীদের নির্দিষ্ট কবরস্থানের দাবিতে সিলেটে মানববন্ধন

যুদ্ধাপরাধীদের নির্দিষ্ট কবরস্থান নির্মাণের দাবিতে ও যুদ্ধাপরাধীদের কবরের নামফলকে ‘শহীদ’ লিখার প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অনলাইন এক্টিভিস্ট গ্রুপ “কে-ফোর্স” সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন করে।  

শনিবার (১ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কে-ফোর্স এর সমন্বয়ক জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় এবং সিলেট বিভাগীয় সমন্নয়ক মাসুদ আরিয়ানের স্বাগত বক্তব্যে সূচিত  মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সিলেট জেলা সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস, যুব সংগঠক রোটারিয়ান তারেকুল ইসলাম মারুফ। এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন কে-ফোর্স এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী নাজমুস্ সাকিব, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য সম্পাদক ফাতেমা জান্নাত,  মানবাধিকার কর্মী  হেলাল আহমদ,  সিলেট জেলা যুবলীগ নেতা আশফাক আহমদ বাপ্পি ,যুবলীগ নেতা আল আমীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা  যুদ্ধাপরাধীদের নির্দিষ্ট কবরস্থান নির্মাণ, পরিচিতিসহ ঘৃণাস্তম্ভ এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে  সরকারের প্রতি দাবী জানান।

আপনার মন্তব্য

আলোচিত