নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০১৬ ১২:৩৮

আন্তর্জাতিক অহিংস দিবসে সিলেটে জঙ্গিবাদ প্রতিরোধের প্রত্যয়

‘সংঘাত নয়, জঙ্গিবাদ নয়- এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ শ্লোগানে আজ (২ অক্টোবর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক অহিংস দিবস-২০১৬। দিবসটি পালন উপলক্ষে সিলেটে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন), সিলেট।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউস শামস এর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কৃষাণ সিংহ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবু তালেব মুরাদ, রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, উইমেনস চেম্বারের নেত্রী তাহমিনা রোজি, হিউম্যান রাইটস ডিফেন্ডার মুহিত লাল ধর, আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে ধর্মীয় মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তির অপতৎপরতা ভয়াবহ রূপ নিয়েছে। যা সচেতন মানুষের স্বস্তি কেড়ে নিয়েছে। এমন অবস্থায় স্ব স্ব অবস্থান থেকে জেগে না উঠলে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে।

সমাবেশ থেকে এই সংঘাত পরিহার ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্য ও সম্প্রীতির দেশ গড়ার আহ্বান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত