নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০১৬ ০২:০৬

নগরীর ব্লু ওয়াটার ও কাজী ম্যানশনের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা, ভাংচুর

সিলেট নগরীর জিন্দাবাজারে ব্লু ওয়াটার শপিং সেন্টার ও কাজী ম্যানশনের ব্যবসায়ীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।

এর জেরে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে কাজী ম্যানশনের ব্যবসায়ীরা দলবদ্ধভাবে ব্লু ওয়াটারের উত্তরপার্শ্বের প্রবেশ মুখে ভাংচুর করেছেন। এসময় তারা ব্লু ওয়াটারের জানালার কাঁচ ও ফুলের টব ভাংচুর করেন।

বিষয়টি জানতে পেরে র‌্যাব-৯ এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। এরপরে কোতোয়ালি পুলিশও ঘটনাস্থলে আসে।

এরপর মধ্যরাতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্লু  ওয়াটার মার্কেটে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন।

এর আগে ব্লু  ওয়াটারের এক ব্যবসায়ী কাজী ম্যানশনের এক ব্যবসায়ীকে মারধোর করেন। পরে কাজী ম্যানশনের ওই ব্যবয়ায়ীর পক্ষ নিয়ে বিষয়টি জানতে ও সমাধানের লক্ষ্যে ব্লু ওয়াটার মার্কেটে আসেন। কাজী ম্যানশনের ব্যবসায়ী নেতারাও আসেন। আলোচনা চলার একটি মুহুর্তে কিছু উশৃঙ্খল ব্যবসায়ীরা ব্লু ওয়াটারের ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।

পরে ভিতরে থাকা ব্লু  ওয়াটারের ব্যবসায়ীরা রাগান্বিত হয়ে কাজী ম্যানশনের ব্যবসায়ীদের প্রতিহত করার চেষ্টা চালান। পরে ব্যবসায়ীরা নেতারা তাদের সামাল দিতে কলাপসিবেল গেইট আটকে দেন। অপরদিকে কাজী ম্যানশনের ব্যবসায়ী নেতারা তাদের ব্যবসায়ীদের সংঘর্ষ থেকে বিরত থাকতে নিজেদের মার্কেট বন্ধ করে দেন।

দুই মার্কেটের মাঝখানে ওভারসিজ সেন্টারের সামনে দুটি গাড়িতে এসে র‌্যাব-৯ এর একটি টিম অবস্থান নেয়।

আপনার মন্তব্য

আলোচিত