নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০১৬ ১১:৫৫

ছাত্রীর উপর হামলা: টিলাগড় পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, বিক্ষোভ

এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসা সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তারের উপর বর্বর হামলার প্রতিবাদে টিলাগড় পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করছে এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে এতে যোগ দিয়েছে ছাত্রলীগ কর্মীরাও।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে হামলাকারী বদরুলের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে টিলাগড় পয়েন্টে এসে সড়ক অবরোধ করে তারা। এ সময় সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে খাদিজার উপর হামলার প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সিলেট সরকারি মহিলা কলেজেও। সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে খাদিজার হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 সোমবার (৩ অক্টোবর) বিকেলে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ক্যাম্পাসের পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রেম প্রত্যাখ্যাত হওয়া শাবি ছাত্র বদরুল আলম এলোপাথাড়ি কুপাতে থাকে খাদিজাকে। পরে উপস্থিত শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে বদরুলকে পুলিশের কাছে তোলে দেয়। বদরুল শাবি ছাত্রলীগের সহসম্পাদক।

গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মাসুক মিয়ার মেয়ে খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে লজিং থাকত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। সেখানে থাকাকালে মেয়েটির কাছে প্রেম নিবেদন করে সে। নার্গিস বারবার প্রত্যাখ্যান করে। বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে শিক্ষার্থীদের সামনে দা দিয়ে কোপাতে থাকে বদরুল। প্রত্যক্ষদর্শী লোকজন নার্গিসের চিৎকার শুনে এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে এবং বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

আপনার মন্তব্য

আলোচিত