মাধবপুর প্রতিনিধি

১০ অক্টোবর, ২০১৬ ১৩:০৬

মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে মাদক ও মোটর সাইকেল উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) পৃথক অভিযান চালিয়ে মদ , ফেন্সিডিল ও মোটর সাইকেল উদ্ধার করেছে।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন জানান, সোমবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে একদল বিজিবি সদস্য মোহনপুর এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই সময় হরিণখোলা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার জয়েন উদ্দিন উপজেলার কমলপুর গ্রাম থেকে ২৫ বোতল মদ উদ্ধার করে।

অপরদিকে  সোমবার ভোরে বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির হাবিলদার রুস্তম উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তুলশীপুর রাস্তা থেকে একটি একশ সিসি রানার মোটর সাইকেল ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মন্তব্য

আলোচিত