মাধবপুর প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০১৬ ২২:৩২

মাধবপুরে সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর-রাজনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৯৮৮ পিলারের নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ৫৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ৪৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজিত কুমার পাল।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর সীমান্তের ১৯৮৮ পিলারের জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কাটা তারের বেড়া নির্মাণ করতে চাইলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দীর্ঘ দিন যাবত এই বিরোধপূর্ণ এলাকায় কাটাঁ তারের বেড়া নির্মাণের বিষয় বাধা প্রদান করে আসছে। সেই বিরোধ মীমাংসার লক্ষ্যেই এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শান্তিপূর্ণভাবে ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি সমাপ্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত