বড়লেখা প্রতিনিধি :

২৩ ডিসেম্বর, ২০১৬ ১৮:০০

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার এসআই মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম ও এএসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির সুজাউল গ্রামের ওয়াতির আলীর ছেলে জিআর-১৫০/১৫ মামলার আসামি আব্দুল মালিক (৪৭), সদর ইউনিয়নের ডিমাই গ্রামের বাসিন্দা মৃত মজিত আলীর ছেলে জিআর-১২৫/১৬ মামলার আসামি জালাল উদ্দিন দলাই (৫৫), জালাল উদ্দিন দলাইর ছেলে কাওছার আহমদ (২৫) ও স্ত্রী পাতই বিবি (৪০) এবং জিআর-১০৫/১৫ মামলার আসামি সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে জহির আহমদ (৩৫)।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান আদালতের পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে চার জনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত