স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৪ ০১:৪৯

বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের আরও এক হার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের কাছে আরও একবার হারল পাকিস্তান। এবারের হার তাদের ৬ রানের।

ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৩ রানেই থেমে গেছে পাকিস্তানের ইনিংস।

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।

৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার বুমরা ম্যাচসেরাও তিনি। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ২ উইকেট নিয়েছেন।

ক্রিকেটের সংক্ষিপ্ততম আসরে এনিয়ে আটবারের দেখায় সাতবারই শেষ হাসি হাসল ভারত। বিপরীতে মাত্র একবার জয় পেয়েছে পাকিস্তান।

এরআগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঋসভ পন্তের ৪২ রানের ওপর ভর করে ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয় ভারত।

পাকিস্তানের নাসিম শাহ ও হারিস রউফ ৩টি করে, মোহাম্মদ আমির ২টি ও শাহিন আফ্রিদি নিয়েছেন ১টি উইকেট।

পাকিস্তান ২০০৯ সালে এবং ভারত ২০০৭ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এছাড়াও পাকিস্তান ২ বার ও ভারত ১ বার রানার্সআপ হয়।

এবারের আসরে ভারত তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করলেও পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়।

আপনার মন্তব্য

আলোচিত