বিয়ানী্বাজার প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০১৭ ১৯:৩৪

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। ৬ মেয়র প্রার্থী ও ৬৩ জন কাউন্সিলর কাউন্সিলরকে প্রতীক দেওয়া হয়।

আওয়ামী লীগ মনোনীত আব্দুস শুক্কুর (নৌকা), বিএনপি মনোনীত আবু নাছের পিন্টু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন ( জগ) , জামাত ইসলামীর সমর্থিত প্রার্থী জমির উদ্দিন (রেল ইন্জিন), স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব (মোবাইল ফোন) , জাসদ মনোনীত প্রার্থী শমশের আলম (মশাল) ।

সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড – আফজল হোসেন (ব্রিজ), আমির হোসেন (টিউব লাইট), এমাদ আহমদ (ব্লেক বোর্ড), খয়রুজ্জামান (পান্জাবি), শহিদ আলী (ডালিম), আব্দুল কবির (গাজর), সুমন আহমদ (উটপাখি), মারুফ আহমদ (পানির বোতল)।

২ নং- ওয়ার্ড ওয়াহিদুর রহমান টিপু (টেবিল লেম), আকাস উদ্দিন (উটপাখি) , এনামুল হক (পান্জাবি), ছয়ফুল আলম (ডালিম)।

৩ নংওয়ার্ড – আপ্তাব উদ্দিন (টিউব লাইট), আতিক উদ্দিন (গাজর), গাহাব উদ্দিন (পান্জাবি), কবির আহমদ (ডালিম), ইসলাম উদ্দিন (পানির বোতল), মানিক আহমদ (ব্রিজ), লোকমান হোসেন (ব্লেক বোর্ড), মছমন উদ্দিন (উটপাখি), মাহমুদ সামি (টেবিল লেম)।

৪ নং ওয়ার্ড – কলা মিয়া (ডেরস), হাবিবুর রহমান (গাজর), আফসার হোসেন (পানির বোতল), ওয়াহিদুজ্জামান টিটন (ডালিম), সাইবুল আলম রেজা( পান্জাবি)।

আবু বক্কর সিদ্দিক (টেবিল লেম), আব্দুল আজিজ (ফাইল কেবিনেট), লুৎফুর রহমান (ব্লেকবোর্ড), সাদিকুর রহমান (টিউব লাইট), সিপার আহমদ (ব্রিজ),আব্দুর নুর উদ্দিন (স্ক্রু ডাইবার), জমির আহমদ লাবু (উটপাখি)

৫ নং ওয়ার্ড – জুনেল আহমদ (পান্জাবি), নাজিম উদ্দিন (উটপাখি), নিজাম উদ্দিন (টিউব লাইট), কান্তি চক্র বর্তী (ব্রিজ), সাইফুল ইসলাম (ডালিম), সেলিম উদ্দিন (পানির বোতল), আরিফ উদ্দিন তুহিন (টেবিল লেম)।

৬ নং ওয়ার্ড – আশরাফ (উটপাখি), মোঃ সালেহ আহমদ হেলাল (গাজর), বেলায়েত হোসেন (ডালিম), মোঃ লোকমান আহমদ (টিউব লাইট), মোঃ সিরাজ উদ্দিন (পানির বোতল)।

৭ নংওয়ার্ড – মিছবাহ উদ্দিন (উটপাখি), সম্রাট শেখর দেব (টেবিল লেম)।

৮ নং- ওয়ার্ড মোঃ এনামুল হক (ডালিম), জাহাঙ্গীর আলম (ব্লেকবোর্ড), আব্দুল কাইয়ুম (ব্রিজ), মোঃ এনাম হোসেন (পানির বোতল), আব্দুল হান্নান (টেবিল লেম) , আলী আহমদ বদরুসামাদ (গাজর), মোঃ আনোয়ার হোসেন (উটপাখি), এনাম হোসেন (পানির বোতল)।

৯ নং ওয়ার্ড – জাফর সিদ্দিক( ), মোঃ এমাদুর রহমান (ডালিম) আবুল হাসনাত নাসির (ফাইল কেবিনেট), মনির আলী (ব্লেকবোর্ড), আব্দুর রহমান আফজল (টেবিল লেম), মোঃ কবির আহমদ (গাজর), মোঃ বাবুল হোসেন (উটপাখি), শাহজান কবির (পানির বোতল), সরোয়ার হোসেন (পান্জাবি), শাহজানুল ইসলাম লায়েক (ব্রিজ), শফিক উদ্দিন (ডেরস)।

সরক্ষিত মহিলা আসনে, রাজিয়া বেগম (আনারস), মরিয়মুনা বেগম (অটোরিক্সা) মালিকা বেগম ( আনারস), উসা রানি চন্দ্র ( হারমনিয়াম), রুসনা বেগম ( অটোরিক্সা), তিনা রানি কর ( জবা ফুল), সুজনা রাণী দেব ।

উল্লেখ্য , গত ২৭মার্চ রিটার্নিং কর্মকর্তারা কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য মেয়র পদে ১১জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলার পদে ৮১জন ও মহিলা কাউন্সিলার পদে ৮জন প্রার্থী মিলিয়ে মোট ১শ’জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

আপনার মন্তব্য

আলোচিত