নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০১৭ ১৮:০৭

ধাবমান ট্রাক কেড়ে নিলো দু’জনের প্রাণ

সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হয়েছেন আরো ৪ জন। নিহতদের মধ্যে একজন অটোরিকশা যাত্রী ও অপরজন অটোরিকশা চালক।

শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক জানান, নিহতদের মধ্যে রয়েছেন খুলিয়াপাড়া এলাকার ধিরেন্দ্র মালাকারের ছেলে শঙ্কর মালাকার (৩৮) ও অটোরিকশা চালক গোয়াইনঘাটের সিরাজ মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫)। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, শাহপরান থানাধীন নিপবন এলাকায় সিলেট-তামাবিল সড়কে দ্রুতগতিতে আসা সিলেটগামী একটি মিনি ট্রাকের (সিলেট ড-১১-২২০৫) সঙ্গে বিপরীতগামী একটি সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১২-৪৩৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত