দিরাই প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৭ ১৮:৫১

সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

আগাম বন্যায় দিরাই-শাল্লার সবকটি হাওর তলিয়ে যাওয়ায় দিরাই শাল্লা সহ সুনামগঞ্জ জেলা কে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে হাওর রক্ষা নদী খননের বিকল্প নাই এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন 'জাগো দিরাই'।

রোববার (৯ এপ্রিল) বিকাল ৪টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাগো দিরাই এর আহবায়ক কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মোসলেম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জাগো দিরাই এর সদস্য শাহীন চৌধুরী, মাহবুব হোসেন, সেবুল রেজা চৌধুরী, জয়নাল আবেদিন, রুবেল তালুকদার, শাহ আলম, জুনায়েদ মিয়া, সুমন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধে সীমাহীন দুর্নীতির কারণে বাঁধ ভেঙ্গে দিরাই শাল্লার কৃষকদের হাজার হাজার হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষকদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। প্রতিবছর বাঁধে কোটি কোটি টাকা বরাদ্দ না দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করলে কৃষকদের সর্বনাশ হতো না। নদী খনন করে স্থায়ী হাওর রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত