সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০১৭ ১১:৪২

ইলিয়াস আলী ‘গুমের’ ৫ বছরে মুক্তি সংগ্রাম পরিষদের দুইদিনের কর্মসূচি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলী ‘গুম’ হওয়ার ৫ বছর পূর্ণ হচ্ছে আগামী ১৭ এপ্রিল। এ দিনকে কেন্দ্র করে, ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৬ এপ্রিল সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে মানববন্ধন এবং ১৭ এপ্রিল বাদ আছর শাহজালাল দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজ কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইলিয়াস আলী গুমের ৫ম বছর পূর্ণ হওয়ায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের অস্থায়ী কার্যালয়ে জরুরী বৈঠক রোববার অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া (চেয়ারম্যান), সদস্য সচিব এটিএম ফয়েজ, জেলা বিএনপির নেতা শাহ জামাল নুরুল হুদা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কাউন্সিলর দিনার খান হাসু, জেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, জেলা তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, বিএনপি নেতা শাহিদুল ইসলাম কাদির, বিএনপি নেতা মতিউর বারী চৌধুরী খুর্শেদ, স্বেচ্ছাসেবকদল নেতা দিপক রায়, দিলাল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, স্বেচ্ছাসেবকদল নেতা মোস্তফা কামাল ফরহাদ, দেওয়ান নিজাম খান, লাহিন চৌধুরী, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রায়হান এইচ খান, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গির আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত