নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৭ ১১:১৫

ফিরলেন আতিয়া মহলের বাসিন্দারা

অবশেষে ঘরে ফিরলেন আতিয়া মহলের ভাড়াটিয়ারা। কর্মকর্তাদের উপস্থিতিতে আতিয়া মহলের ভাড়াটিয়াদের কাছে মালামাল বুঝিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০ টার সময় পুলিশ তালিকা অনুযায়ী আতিয়া মহলের ২৮ পরিবারের মধ্যে এ মালামাল হস্তান্তর প্রক্রিয়া শুরু করে।

তবে ভাড়াটিয়াদের অধিকাংশ মালামালই বোমা আর গুলির আঘাতে নষ্ট হয়ে গেছে বলে দাবী করছেন মালামাল বুঝে পাওয়া বাসিন্দারা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেকে বলেন, আমরা তালিকা অনুযায়ী একে একে সবাইকে ডেকে তাদের মালামাল বুঝিয়ে দিচ্ছি।

গত ২৩ মার্চ মধ্যরাতে এই আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই রাত থেকে ভবনটি ঘিরে রাখার পর ২৫ মার্চ সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ নাম দিয়ে অভিযানে নামে সেনাবাহিনীর প্যারাকমান্ডো। প্রথমে আতিয়া মহলের ৩০টি ফ্ল্যাটে আটকে পড়া ২৮ টি পরিবারের ৭৮ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে শুরু হয় জঙ্গিবিরোধী অভিযান।

২৮ মার্চ অভিযান শেষে চার জঙ্গি নিহতের খবর জানায় সেনাবাহিনী। ২৫ মার্চ আতিয়া মহলের বাইরে বিস্ফোরণে র‌্যাব ও পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত