নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৭ ১৪:৫৪

সন্তুষ্ট, তবু শঙ্কিত রাজনের মা

এই রায়ে আমি সন্তুষ্ট। রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।- এমনটি বলছিলেন শিশু সামিউল আলম রাজনের মা লুবনা বেগম।
 
রাজন হত্যা মামলায় কামরুল ইসলামসহ চার আসামিকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় মঙ্গলবার বহাল রাখে হাইকোর্ট। বাকি ছয়জনের কারাদণ্ডও বহাল রাখা হয়।

এই রায়ের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সিলেটের জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামে নিজের বাড়িতে এমনটি বলেন লুবনা বেগম।

একই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আসামীরা খুব প্রভাবশালী। এই রায়ে পর তারা ক্ষুব্দ হয়ে আমাদের প্রতি প্রতিশোধপরায়ন হয়ে পরতে পারে। আমাদের পরিবারের ক্ষতি করতে পারে। তাই রায় বাস্তবায়নের পূর্ব পর্যন্ত আমি আমাদের পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।

নিজের সন্তান হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান লুবনা বেগম।

আজিজুর রহমান ও লুবনা বেগম দম্পত্তির বড় ছেলে সামিউল আলম রাজনকে ২০১৫ সালের ৮ জুলাই কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় নির্যাতন করে হত্যা করা হয়। ফেসবুকে প্রচারের উদ্দেশে রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে নির্যাতনকারীরা। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তোলপাড়।

হত্যাকান্ডের মাত্র চার মাসের মাথায় ২০১৫ সালের ৮ নভেম্বর রাজন হত্যা মমালায় সৌদি প্রবাসী কামরুলসহ চারজনকে ফাঁসির আদেশ দেন সিলেট মহানগর দায়রা জজ আদালত। যা মঙ্গলবার বহাল রাখে হাইকোর্ট।

আপনার মন্তব্য

আলোচিত