বড়লেখা প্রতিনিধি

১২ এপ্রিল, ২০১৭ ১৭:২২

বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে বড়লেখা পৌরসভা হলরুমে বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

বড়লেখা থানা ট্রাফিক শাখা এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (ওসি) মাহফুজুর রহমান।

উদ্বুদ্ধকরণ সভায় থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. শহিদুল হক মুন্সী, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুর রব, ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম, এটিএসআই জহিরুল ইসলাম, মোস্তফা উদ্দিন, উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহিদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল হোসেন, শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম, উস্তার আলী, খলকু আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত