নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০১৭ ০৮:১০

সিলেটে শ্রুতির শতকণ্ঠে বর্ষবরণ

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। আর এই বাংলা নতুন বর্ষকে বরণ করে নিল সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট।

প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে সিলেটের সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ‘শ্রুতি শতকণ্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৪ বাংলা' র বর্ষকে বরণের আয়োজন শুরু হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় ‘শ্রুতি শতকণ্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৪ বাংলা' শুরু হয়।

দিনব্যাপী এ বর্ষবরণ উৎসবে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, প্রদান করা হবে শ্রুতি সম্মাননা ১৪২৩ বাংলা। শ্রুতির আয়োজনে আরও থাকছে বিষয় ও বিভাগ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, থাকছে বৈশাখী মেলা। শ্রুতি-সিলেটের বিশেষ আয়োজনে থাকছে কুষ্টিয়া থেকে আগত বাউল শিল্পীদের গান।

অনুষ্ঠান উদ্বোধনের সময় বক্তব্য রাখেন ভবতোষ বর্মণ রানা, ইকরামুল কবির, সুমন্ত গুপ্ত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত