জগন্নাথপুর প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০১৭ ০০:৪৯

জগন্নাথপুরে উদীচীর ‘দুঃখে ভরা’ বর্ষবরণ

জগন্নাথপুর উপজেলাসহ জেলার সবকয়টি হাওর অকালে তলিয়ে যাওয়ায় সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে দুঃখে ভরা বৈশাখ স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ  ১৪২৪ উৎযাপিত হয়েছে।

এ উপলক্ষে পৌর শহরের র‌্যালী ও প্লেকার্ডসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ পালিত হয়। র‌্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভায় যুক্ত হন।

আলোচনা সভায় পৌর প্রকৌশলী ও নাট্যকর্মী স্বতীশ গোস্বামীর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সম্পাদক রনি রাজের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন
উপজেলা শাখার সভাপতি ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম (লাল মিয়া), সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সাবেক পৌর কমিশনার জাপা নেতা আবু সুফিয়ান ঝুনু, সাংস্কৃতিক কর্মী এস.কে চৌধুরী শিমু, সংগঠনের সম্পাদক দ্বীপক কুমার দেব, সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ জুয়েল দাশ, নাট্যকর্মী নূর আহমদ, কাসেম আলী, সাগর
ও জুয়েল হোসেন প্রমূখ। উক্ত র‌্যালি ও আলোচনা সভায় প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত