বিশ্বনাথ প্রতিনিধি

০৮ মে, ২০১৫ ০০:০৩

বিশ্বনাথে যুবদল নেতা গ্রেফতার

বিশ্বনাথ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১২ মামলার আসামি যুবদল নেতা কদর আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক কদর আলী উপজেলার বিদায় সুলপানি গ্রামের মৃত আফিজ আলীর ছেলে।  

এব্যাপারে জানতে চাইলে ওসি রফিকুল হোসেন বলেন, বিশ্বনাথ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবদলের ক্যাডার কদর আলীর বিরুদ্ধে দ্রুত বিচার, আইন-শৃংখলা বিঘœকারী অপরাধসহ ১২টি মামলা রয়েছে। থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার গ্রেফতারী পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে।   

আপনার মন্তব্য

আলোচিত