
১৩ মে, ২০১৫ ০২:০২
নগরীর দাড়িয়াপাড়া থেকে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ'র মামা আলমগীর কুমকুমকে লাইসেন্সকৃত পিস্তলের মাধ্যমে পথচারিদের হুমকি এবং গুলিবর্ষণের অভিযোগে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাত পৌণে ১২ টার দিকে স্থানীয় যুবলীগ নেতা শান্ত দেব প্রাইভেট কারযোগে কুমকুমের দাড়িয়াপাড়াস্থ বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়িতে হরণ দিলে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আলমগীর কুমকুম তাদের গতিরোধ করে বলেন আমেরিকায় রাত ১০টার পর হরণ দেওয়া নিষেধ। তিনি অভিযোগ করে বলেন ইচ্ছাকৃতভাবে তারা গাড়িতে হরণ দিয়ে তাঁর সঙ্গে বেয়াদবি করেছে। উল্লেখ্য, আলমগীর কুমকুম আমেরিকায় থাকার সুবাদে তিনি কথায় কথায় আমেরিকার উদাহরণ টানেন বলে জানান এলাকাবাসীর কয়েকজন।
এ সময় শান্ত জানান, এ জায়গায় রাস্তায় মোড় (টার্ণিং) থাকার কারণে গাড়িতে হরণ দিয়েছেন।
শান্ত'র জবানিতে আরও জানা যায়, এ সময় কুমকুম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে সাথে থাকা পিস্তল উঁচিয়ে গুলি করেন। পিস্তলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত'র গাড়িতে লাগে।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার অসি সোহেল ঘটনাস্থলে পৌঁছান এবং শান্ত'র গাড়িতে গুলির দাগ দেখতে পেয়ে কুমকুমকে পিস্তল ও গুলিসহ আটক করে থানায় নিয়ে আসেন।
পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানিতে কুমকুম জানান তিনি ফাঁকা গুলি ছুঁড়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি সোহেল জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য