বড়লেখা প্রতিনিধি

১৩ মে, ২০১৫ ১৯:৪৬

বড়লেখায় প্রধানমন্ত্রীকে জড়িয়ে কটুক্তির জেরে সরকারি কর্মচারী লাঞ্ছিত

বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কটুক্তি করায় বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির ছাত্রলীগ কর্মী কর্তৃক শারীরিকভাবে লাঞ্জিত হয়েছেন। ঘটনার পর থেকে কটুক্তিকারী সরকারি কর্মচারী আত্মগোপন রয়েছেন।  

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার সকালে অফিসে বসে কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির প্রধানমন্ত্রীকে জড়িয়ে অশ্রাব্য ভাষায় কটুক্তি করেন। উপজেলা ছাত্রলীগের কয়েকজন কর্মী এ বিষয়টি শোনে ফেলেন। পরে তারা উত্তেজিত হয়ে হুমায়ুন কবিরকে শারীরিকভাবে লাঞ্জিত করে। এসময় অফিসের অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী হুমায়ুন কবির কটুক্তি করছে। ছাত্রলীগ বিষয়টি অবগত হয়ে এর প্রতিবাদ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।


আপনার মন্তব্য

আলোচিত