মৌলভীবাজার প্রতিনিধি

১৫ মে, ২০১৫ ১৪:১৫

জুড়ীতে শীঘ্রই চালু হতে যাচ্ছে সেন্ট্রাল জেনারেল হাসপাতাল

জুড়ী উপজেলা প্রতিষ্ঠার দশ বছরে স্থাপিত হয়নি সরকারি হাসপাতাল। তাই দীর্ঘদিন উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন উপজেলাবাসী। বেসরকারী ভাবে স্থাপিত দুটি স্বাস্থ্য কেন্দ্রে অর্থের বিনিময়ে কিছুটা হলেও সেবা পাচ্ছে রোগী সাধারণ। যদিও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এমতাবস্থায় ‘সেবার গুণগত মান বজায়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’ এই শ্লোগান নিয়ে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ‘সেন্ট্রাল জেনারেল হসপিটাল জুড়ী’ নামে নতুন আরেকটি বেসরকারী স্বাস্থ্য কেন্দ্র।

হাসপাতালের উদ্বোধন উপলক্ষে  কর্তৃপক্ষ ১৩ মে বুধবার দুপুরে সেন্ট্রাল জেনারেল হসপিটাল মিলনায়তনে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। 

হাস্পাতালের চেয়ারম্যান জহির উদ্দিন শামীমের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্টিত সভায় জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, হসপিটালের ভাইস চেয়ারম্যান নান্টু দত্ত, হুছনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত সভায় জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামরুজ্জামান, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম, জুড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জুড়ী সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোসলেহ উদ্দিন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বদরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সহ-সাধারন সম্পাদক সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক এবিএম নুরুল হক, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এম রাজু আহমেদ, জুড়ীনিউজ ডটকম ডটবিডির নির্বাহী সম্পাদক আল-আমিন আহমেদ উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে সাংবাদিকসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত