সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ মে, ২০১৫ ২০:১২

দিরাইয়ে ইফাদ প্রতিনিধি দলের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরা লের অবকাটামো ও জীবনমান উন্নোয়ন প্রকল্প (হিলিপ) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভোলাপমেন্ট সংস্থা “ইফাদ” এর প্রতিনিধি দল।

সংস্থার কান্ট্রি প্রজেক্ট অফিসার নিকোলাস সাঈদ, এর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল গতকাল (শুক্রবার) দিনব্যাপী উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রামে হাসের বাচ্চা উৎপাদন কেন্দ্র, মধুরাপুর গ্রামে খাল পুনঃখনন ও বনায়ন, রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মান, চরনারচর ইউনিয়নের নোওয়াগাও বাজার উন্নয়ন, পৌর সদরের রাধারনগর গ্রামে সবজি বাগান ও রাজানগর ইউনিয়নের বড় মেদা বিল উন্নয়ন কমিটির নির্বাচনসহ বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন কান্ট্রি প্রজেক্ট ম্যানাজার হাবার্ট বৈরাট ইনফ্রাসট্রাকচার স্পেশালিষ্ট সামছুল হক, পিপিআইএস হিলিপ হাবিবুর রহমান, ইফাদ ফাইনান্স অফিসার ভার্গেইন ক্যামেরুন, আন্তা সো, ওয়ানপন ইয়াংতাম, সেয়ান তিমিং, প্যাকরিনা চ্যালেস, নজরুল ইসলাম, সামছুল আরেফিন, মনজুর রহমান, বিএল রায়, আনোয়ারুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ, হিলিপ প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সরকার, দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, হিলিপ দিরাই উপজেলা ম্যানাজার মৃত্যুঞ্জয় সাহা, দিরাই প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, হলিপের ফরিদা পারভীন, হাবিবুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত