সিলেটটুডে ডেস্ক

১৫ মে, ২০১৫ ২০:২৭

সিলেটে মনিপুরী ভাষা দিবস পালন

বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের উদ্যোগে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনিপুরী ভাষা দিবস। শুক্রবার সকালে উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামালউদ্দিন আহমেদ।

সংগঠনের সভাপতি এ.কে. শেরামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ভারতের মনিপুরী কবি সৌরভ চাঁন থিয়ামসহ অন্যান্যরা।

এরপর জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এছাড়াও ভাষা প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান, মনিপুরী সাহিত্য-বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত