তাহিরপুর প্রতিনিধি

২১ জুলাই, ২০১৭ ২১:১৩

‘হাওরকন্যার মাছ, ধান আর গান সুরমা তীরে এনেছিল মুক্তিযুদ্ধের প্রাণ’

হাওরকন্যা সুনামগঞ্জের মাছ, ধান আর গান সুরমা তীরে এনেছিল মুক্তিযুদ্ধের প্রাণ, বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম।

তিনি বলেন, হাওরাঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্য রক্ষা হবে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট মুক্তিযুদ্ধে শহীদ বীর বিক্রম সিরাজ লেকে (নিলাদ্র লেক) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর অর্থায়নে ডিসি পার্কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, টাংগুয়ার হাওর দিয়েই বিশ্বব্যাপী সুনামগঞ্জের পরিচিতি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর, লাকমাছড়া, নিলাদ্রী লেক, বারেকটিলা, রূপের নদী যাদুকাটা ও শিমুল বাগানে প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটে। আগামীতে যাতে এখানে লাখো পর্যটকের আগমন ঘটে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখানে অবকাঠামোগত উন্নয়ন গড়ে তুললেই হাওরাঞ্চলের মানুষের জীবন মানের পরিবর্তন আসবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, মো. ফয়সল রায়হান, শোভন রাংসা, এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেন, কার্য সহকারী মো. আনিসুজ্জামান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খান, সহ-সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী পিন্টু দাস, অফিস সহকারী নবেন্দু তালুকদার, পৃথিশ সরকার, নাজির রেজুয়ানুল হক, রাজা, ঠিকাদার মো. বাবুল আহমেদ, জাকির হোসেন, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, এম এ রাজ্জাক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত