বড়লেখা প্রতিনিধি

২৫ জুলাই, ২০১৭ ০০:৩৭

বড়লেখায় সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী মৎস্য সংরক্ষণ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

সভায় সহকারি মৎস্য কর্মকর্তা আবু ইউসুফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, সাংবাদিক আব্দুর রব, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশফাক হোসেন, মৎস্য চাষী আমিনুল ইসলাম, সিএনআরএস কর্মকর্তা মোস্তফা হায়দার প্রমুখ।

অনুষ্ঠানে পোনা উৎপাদনে সফল চাষী ছাদিকুর রহমান, মনোনেক্স তেলা পিয়া উৎপাদনে আমিনুল ইসলাম, কার্ফ মিশ্র চাষে মো. আলম হোসেন ও সমন্বিত মৎস্য চাষে কুঞ্জলতা বিশ্বাসকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত