বিয়ানীবাজার প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৭ ১৯:৪৮

বিয়ানীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী সভা ও শোভাযাত্রা

বিয়ানীবাজার সরকারি কলেজে বিজিবি ৫২ ব্যাটালিয়নের উদ্যোগে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে সভা শেষে পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়।

সভায় কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ফজলুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম খালেদ হায়দার।

বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, বিজিবি ৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক হারুন অর রশিদ, প্রভাষক মো. শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম। সভা শেষে মাদক বিরোধী শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে এসে সমাপ্তি হয়।

শোভাযাত্রায় শিক্ষার্থী ও বিজিবি ৫২’র দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত