বিয়ানীবাজার প্রতিনিধি

০৮ আগস্ট, ২০১৭ ১৯:৩৮

বিয়ানীবাজারে বিজিবির ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের উদ্যোগে উপজেলার শেওলা গুচ্ছগ্রামে ত্রাণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ত্রাণ বিতরণ শেষে বন্যাদুর্গত এলাকার মানুষের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম, বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. নিয়ামুল কবির, সেক্টর মেডিকেল অফিসার লে. কর্নেল মো. ইমরুল কায়েস চৌধুরী, সহকারি পরিচালক (এডি) হারুন- অর রশিদ, বিজিবি ৫২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মুরাদ আহমদ আহম্মেদ প্রমুখ।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন শেওলা ও দুবাগ ইউনিয়নের শেওলা গুচ্ছগ্রামের ৩১৫ পরিবারকে চাল এবং ৪১৯জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে।

আপনার মন্তব্য

আলোচিত