বড়লেখা প্রতিনিধি

০৮ আগস্ট, ২০১৭ ২১:০৮

টেকসই উন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বড়লেখায় সেমিনার

মৌলভীবাজারের বড়লেখায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষার গুনগত মান অর্জনের লক্ষ্যে প্রযুক্তিগত প্রসারে শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এর ভূমিকা শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে দিচ্ছে। বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদেরকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষার্থীরা যাতে শেখ রাসেল ল্যাব ব্যবহারে উদ্যোগী হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে আরও তৎপর হতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত