ছাতক প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৭ ০১:১২

ছাতকে উপজেলা পরিষদের সভা শেষে আ’লীগ অনুসারী দুই চেয়ারম্যানের হাতাহাতি

ছাতক উপজেলা পরিষদে আ’লীগের দু’চেয়ারম্যানের হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার ছিল। সভা শেষে সকলে উপজেলা হল রুম থেকে বের হয়ে পরিষদ চত্বরে যান। এ সময় এমপি মুহিবুর রহমান মানিক গ্রুপের উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সাথে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো.শাহেলের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে দুই চেয়ারম্যানের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে আ’লীগের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অবনতির আশংকায় উপজেলা পরিষদের প্রধান ফটক ও পরিষদের প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিষদ ঘেরাও করে রাখে। পরে পুলিশের উপস্থিতিতে অবরুদ্ধ চেয়ারম্যানগণ ও দলীয় নেতারা উপজেলা পরিষদ থেকে বেরিয়ে যান।

এর জের ধরে শহরের তাহির প্লাজায় নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে জিব্রান রহমানকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের কর্মীরা। আহত জিব্রানকে ছাতক উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ছাতক অনার্স ডিগ্রী কলেজের এইচএসসির পরিক্ষার্থী।
 
এদিকে, এ ঘটনার খবর পেয়ে এমপি মুহিবুর রহমান মানিক গ্রুপের নেতা-কর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়কে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশের এক পর্যায়ে ছাতক থানার ওসি আতিকুর রহমান উপজেলা পরিষদের ঘটনার বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার পর নেতা-কর্মীরা অবরোধ তুলে নেয়।

ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত মো.লাহিন জানান, মাসিক সমন্বয় সভার বৈঠক শেষে সব চেয়ারম্যানগণ হল রুম থেকে বের হয়ে যান। এক পর্যায়ে উপজেলা পরিষদ চত্তরে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সাথে সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন মো.শাহেলের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

তবে এ ঘটনার বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খাঁনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মন্তব্য

আলোচিত