বিশ্বনাথ প্রতিনিধি

১৩ আগস্ট, ২০১৭ ২০:২৪

বিশ্বনাথে ফের বন্যা : ২৫ গ্রাম প্লাবিত

পুরনো ছবি

টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল আর সুরমা নদীর পানি বাড়ায় সিলেটের বিশ্বনাথে ফের বন্যা দেখা দিয়েছে। গত এপ্রিলের অকাল বন্যার পর এবারেও তলিয়ে গেছে প্রায় ২৫ টি গ্রামের রাস্তাঘাট সহ ১২০ হেক্টর আমন ক্ষেত।

তবে, রোববার পর্যন্ত কোন ঘর-বাড়িতে বানের পানি না উঠলেও সুরমা নদীর দু’তীর প্লাবিত হয়ে লামাকাজি ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের রাস্তাঘাট পানিতে নিমজ্জিত রয়েছে।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে লামাকাজির মাহতাব পুর, মির্জারগাঁও, সোনাপুর, উদয়পুর, পাঠানরগাঁও, মিরপুর, ভুরকী, ইসবপুর, হামজাপুর, মোল্লারগাঁও, দোকানীপাড়া, আতাপুর, হাজরাই, মান্দাবাজ, শাহপুর, মাধবপুর, সাঙ্গিরাই, রসুলপুর, মাখরগাঁও, হেকুরা গাঁও, সাহেব নগর। গত বৃহস্পতিবার বিকেল থেকে রোববার পর্যন্ত অঝর ধারায় বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিল-ও হাওরে পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইউপি সদস্য এনামুল হক সরকারিভাবে বরাদ্দের দাবি জানিয়ে বলেন, বন্যার পানি ক্রমেই বাড়ছে, ফলে ধীরে ধীরে এ ইউনিয়নের ফসলি জমি ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার আশংকা রয়েছে।

বন্যা পরিস্থিতি পরিদর্শনের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, ভয়ের কোন কারণ নেই। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত আছে।

আপনার মন্তব্য

আলোচিত