সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০১৭ ২০:৩২

জাতীয় শোক দিবসে সিলেট সিটি কর্পোরেশনের কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

এ উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) বেলা ৩টায় বন্দরবাজারস্থ নগর ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবন অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ১৫ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ ‘খ’ ও ‘গ’ গ্রুপে যথাক্রমে প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণি, ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি এবং ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

‘ক’ গ্রুপের ছবি আঁকার বিষয় ও মাধ্যম উন্মুক্ত। ‘খ’ গ্রুপে ছবি আঁকার বিষয় ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এবং মাধ্যম ‘প্যাস্টেল/জলরং’। ‘গ’ গ্রুপের ছবি আকার বিষয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং মাধ্যম ‘জলরং’।

আপনার মন্তব্য

আলোচিত