বিশ্বনাথ প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৭ ০০:৪১

বিশ্বনাথে নতুন করে বিদ্যুৎ পেল ১৫৮ পরিবার

সিলেটের বিশ্বনাথে ২৮ লাখ টাকা ব্যয়ে দুই ইউনিয়নের দু’টি গ্রামের ১৫৮ পরিবার নতুন করে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। উপজেলার দশঘর ইউনিয়নের রায়খেলী ও দেওকলস ইউনিয়নের সৎমানপুর কুমারপাড়া গ্রামের ওই ১৫৮ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো।

সোমবার বিকেলে পৃথক অনুষ্টানের মধ্যদিয়ে বিদ্যুতায়নের উদ্বোধন করে সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, সর্বস্থরের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছিয়ে দিতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।

দশঘর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হোসেন, দেওকলস ইউনিয়ন আ’লীগ নেতা রফিক আলীর সভাপতিত্বে পৃথক অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমির আলী, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ইমরান হোসেন বাবুল, ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, উপজেলা আ’লীগ নেতা সমছু মিয়া, আসাদুজ্জামান, নিখিল পাল, শফিক উদ্দিন স্বপন, রুনু কান্ত দে, দেলোয়ার হোসেন রুপন, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য কামরুজ্জামান সেবুল, মাহমুদুল করিম মঞ্জু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ-সভাপতি রেদুয়ানুল করিম মাছুম।

আপনার মন্তব্য

আলোচিত