মৌলভীবাজার প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৭ ০০:৫৬

মৌলভীবাজারে জুস খেয়ে অচেতন শিশু-বৃদ্ধসহ চার জন

মৌলভীবাজারে জুস খেয়ে শিশু ও বৃদ্ধসহ চার জন অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় গত রোববার বিকেলে তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে দুইজনের জ্ঞান সোমবার পর্যন্ত ফিরেনি।

অসুস্থরা হলেন, মিম আক্তার (১৭ মাস), বিথী বেগম(৮), তাদের নানী মমতাজ বেগম (৪৫) ও মমতাজ বেগমের মা রুবিনা খাতুন (৬৫)। তাদের বাসা মৌলভীবাজার  শহরের দরগা মহল্লা এলাকায়।

মিমের মা পারবিন বেগম জানান, স্থানীয় একটি দোকান থেকে এফিকস ম্যাংগো ফ্রুট ড্রিংকস জুস খাওয়ার পর তার সন্তানসহ চার জন অচেতন হয়ে পড়েন। পরে সঙ্গে সঙ্গে চারজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

মৌলভীবাজার সদর হাপাতালের সিনিয়র সার্জন বলেন অসুস্থদের অবস্থার উন্নতি হচ্ছে। তাদেরকে পযর্বেক্ষণে রাখা হয়েছে, আশা করি দ্রুত জ্ঞান ফিরে আসবে।

আপনার মন্তব্য

আলোচিত