সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৭ ০০:২৪

পঁচাত্তরের ঘাতকরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত: এমপি মানিক

ছাতক-দোয়ারা এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাঙালির স্বপ্ন ভঙ্গ করার ষড়যন্ত্র করেছিল কুচক্রি মহল। কিন্তু অনেক চড়াই উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি। তিনি দেশবাসীকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সজাগ থাকতে হবে। এখনও পঁচাত্তরের ঘাতক ও তাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ছানাউর রহমান ছানা।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মো. ছানাওর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আইয়ুব করম আলী, প্রতিষ্ঠাকালীন ছাতক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, আওয়ামীলীগ নেতা চান মিয়া, সামছুজ্জামান রাজা, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যন আফজাল আবেদীন আবুল, পল্লীবিদ্যুৎ সুনামগঞ্জ জেলার সচিব পীর মোহাম্মদ আলী মিলন, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফতাব উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়ন সভাপতি মখলিছুর রহমান, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন সভাপতি ফিরোজ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, জাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান শায়েস্থা মিয়া, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান, ভাতগাঁও ইউনিয়ন সভাপতি দবির আহমদ, সহসভাপতি ফয়জুল বারী, সিংচাপইড় ইউনিয়ন সভাপতি ফারুক আহমদ, জাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুছ, ছাতক ইউনিয়নের সভাপতি মাফিজ আলী, উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি ফজর উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, হাজী আব্দুল কবির, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, চরমহল্লা ইউনিয়ন সভাপতি মতিউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, সুনামগঞ্জ জেলা সহসভাপতি বাবুল রায়, ছাতক উপজেলা সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগ সভাপতি তজম্মুল হক রিপন, শ্রমিকলীগ নেতা খসরুল হক চৌধুরী, আব্দুল কুদ্দুছ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত