দিরাই প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:১৪

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের দাবিতে মানববন্ধন

হাওর রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও পিআইসির দুর্নীতিবাজ কর্মকর্তা ও লুটেরাদের  উপযুক্ত শাস্তি ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের দাবিতে মানববন্ধন করেছ বেসরকারি সেবামূলক সংগঠন দিরাই জনকল্যাণ পরিষদ।

বৃহস্পতিবার বিকেল ৪টায় দিরাই পৌরসভার থানা পয়েন্টে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মিজানুর রহমান।

জাগো দিরাইয়ের সহ সভাপতি ইয়াহিয়া চৌধুরী ও জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দারের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাগো দিরাইর সভাপতি আবুল কাসেম চৌধুরী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির উপজেলা সদস্য সচিব সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান, সুপ্রিমকোর্টের আইনজীবি ইকবাল হোসেন চৌধুরী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দিরাই শাখার সদস্য  শিক্ষক নুরুল আজিজ চৌধুরী, ডি এস এস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, অনলাইন দিরাই নিউজ এর সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, যুবনেতা সজিব রশিদ চৌধুরী, সুমন মিয়া, ছাত্রনেতা জুনায়েদ মিয়া, মেহেদি হাসান চৌধুরী, মোহাম্মদ আলী, হিলোল পূরকায়স্থ, ব্যবসায়ী রুকুনুজ্জামান জহুরী, অনন্ত মল্লিক, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দিরাই শাখার সদস্য সুবীর দেব শাওন, কল্লোল তালুকদার, ব্যবসায়ী সুসেন নন্দী, স্কাউট লিডার তায়েফ চৌধুরী, ছাত্রনেতা নাবিল চৌধুরী, হাম্মাদ আহমদ, তামিম ,সাব্বির আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত