নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:০৯

জৈন্তাপুরে বিস্ফোরকসহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুর থেকে বিস্ফোরকসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। মোবাইলের বক্সে করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সিলেট নগরীতে নিয়ে আসছিল ওই যুবক। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার করিসেরপুর ব্রিজ  এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কিবরিয়া আহম্মেদ (২৪) জৈন্তাপুরের নয়াখেল দক্ষিণের ইজাজুল হকের ছেলে। সে পেশায় সিএনজি অটোরিকশা চালক। বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাও আটক করেছে র‌্যাব।

র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি পিযুষ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিসেরপুর ব্রিজ এলাকায় নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি করা হয়। এসময় অটোরিকশার পেছনের সিটের নিচে সিম্ফনি লেখা বক্সের ভেতর ৫০ গ্রাম ওজনের তারসহ ৬ পিস ইলেকট্রনিক ডেটোনেটর ও প্রায় পৌণে ১ কেজি ওজনের ৬ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল উদ্ধার করা হয়।

বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় অটোরিকশা চালক কিবরিয়াকেও আটক করা হয়। তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত