নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩৭

ওসমানীনগরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

সিলেটের ওসমানী নগরে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপি এ আদেশ দেন। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত কয়েছ মিয়া পলাতক রয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার পূর্ব মধুহাটি গ্রামের আবদুল খালিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৪ জুলাই রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামে শশুরবাড়িতে বেড়াতে যান কয়েস মিয়া। ওই রাতেই তিনি স্ত্রী সুলতানা বেগমের গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় সুলতানার মা সুন্দর বিবি বাদি হয়ে থানায় মামলা করেন। ওই বছরের ২৪ ডিসেম্বর কয়েস মিয়াকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আদালতের পিপি মোস্তফা দিলওয়ার আল আজহার জানান, মামলার ১৬ জন স্বাক্ষীর মধ্যে ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার কয়েস মিয়ার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। কয়েস মিয়া জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত