গোয়াইনঘাট প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৫৭

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে: রাহাত আনোয়ার

সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধেও সোচ্চার হতে হবে। সমাজের যেখানেই অসংগতি বা দুর্নীতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই শিক্ষার্থীরা সচেতন হলে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা অনেকটাই সহজতর হবে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শফিউল আলম সেলিমের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক শাহজাহান সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম, গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, সিলেট জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, ওসি গোয়াইনঘাট মো. দেলওয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস শুক্কুর, আয়ুব আলী, আব্দুল আহাদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত