জগন্নাথপুর প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:২৭

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে জগন্নাথপুরে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

জগন্নাথপুরে  সচেতন নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শুক্রবার বেলা ২টায় বিক্ষোভ মিছিল জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন  শেষে পৌর পয়েন্টে বিশাল মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে জগন্নাথপুর সচেতন নাগরিক ফোরাম, জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখা, রোহিঙ্গা মুসলিম সেবা পরিষদ সৈয়দপুর, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যান পরিষদ ও হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার ব্যানারে সংগঠনের কর্মী, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিপুল সংখ্যাক মুসল্লিদের অংশ গ্রহণে মানববন্ধন কর্মসূচী সম্পন্ন হয়।

পরে একই স্থানে প্রতিবাদ সমাবেশে জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও পি.জি.পি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি  শাহ নুরুল করিমের সভাপতিত্বে, ইউনিটির সহ-সভাপতি জামাল উদ্দিন বেলাল ও জগন্নাথপুর সচেতন নাগরিক ফোরাম নেতা আফজল হোসাইনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর সচেতন নাগরিক ফোরামের সভাপতি মাষ্টার আব্দুল তাহিদ, জাতীয় মানবাধিক ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি কবির উদ্দিন, জগন্নাথপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা দরছ উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, পঞ্চগ্রাম সমাজ কল্যান পরিষদের সেক্রেটারী জুবায়ের হোসাইন, তরুন সমাজসেবী আব্দুল আলীম, ইমরান তাহির সুমন, মাওলানা হাফিজুর রহমান, আবু বক্কর সিদ্দিক, আতিকুল ইসলাম প্রমূখ।  

আপনার মন্তব্য

আলোচিত