সংবাদ বিজ্ঞপ্তি

১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০১:৩২

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: ইমরান আহমদ

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেটের-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই জাতির উন্নয়নের লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ জাতির স্বপ্নপুরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা জনগণের পাশে দাড়িয়ে কাজ করছে। বর্তমান তথ্য প্রযুক্তি যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে পর্যায়ে নেতা কর্মীরা কাজ করছে। সরকার জনগণের পাশে আছে পাশে থাকবে ইনশাআল্লাহ।

নব গঠিত বৃহত্তর জৈন্তিয়া সমিতি বটেশ্বর এর কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার জৈন্তাপুর উপজেলাধীন ঘাটেরচটিস্থ উপহার কমিউনিটি সেন্টারে বিকেল ৩ টায় এ অভিষেক অনুষ্ঠিত হয়।

জাকারিয়া আহমদ ও ইলিয়াছ উদ্দিন লিপু’র পরিচালনায় নব গঠিত কার্যকরী কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ ইকবাল-উর-রহমান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হক ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. আরিফ সেলিম রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, মহানগর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সমাজসেবী কামরুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ প্রমুখ। কার্যকরী কমিটির অভিষেক ছাড়াও মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত