জগন্নাথপুর প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৭ ২২:০১

সাইবার ক্রাইম থেকে বিরত থাকতে হবে: এসপি নুরুল ইসলাম

সাইবার ক্রাইম বর্তমানে বৃদ্ধি পাচ্ছে; তা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সাইবার ক্রাইম মানুষের আত্ম-সম্মানে আঘাত আনার চেষ্টা করে। সাইবার ক্রাইম দমনে পুলিশের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যেতে হবে এবং এমন অপরাধ থেকে মুক্তির জন্য স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) নুরুল ইসলাম।

তিনি আসন্ন সনাতন ধর্মালম্বিদের প্রধান উৎস শারদীয় দুর্গোৎস নির্বিঘ্নে হবে বলে আশ্বাস প্রদান করে  বলেন, দেশের পুজা মন্ডপগুলোর চেয়ে পুলিশের সংখ্যা কম। তাই নিজ নিজ অবস্তান সকলকে শান্তির স্বার্থে কাজ করার আহ্বান জানান ওই পুলিশ কর্তা। সোমবার বিকেল সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনূর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার সাইফুল আলমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর সার্কেল’র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি সাবেক মেম্বার আনহার মিয়া, জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন মঈন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতিশ গোস্বামী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর অফিস ইনচার্জ জহিরুল ইসলাম (লাল মিয়া), দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক যুগভেরী ও সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মো. মুন্না মিয়া, জগন্নাথপুর উপজেলা পূর্জা উদ্যাপন পরিষদ’র যুগ্ম-সম্পাদক শশী কান্ত গোপ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক রুমেন আহমদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সিনিয়ির সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, বিভাষ দে, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন, আব্দুল মমিন নাসির, তোফায়েল আহমদ, লিটু, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, উপজেলা ছাত্রলীগ নেতা রুহেল, শায়েক, রুবেল, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, মিছবা, তাহা, মতিউরসস বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোকজন।

আপনার মন্তব্য

আলোচিত