মাধবপুর প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৫৭

মাধবপুরে ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ১৭১ বোতল ভারতীয় মদ ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনগর এলাকায় অভিযান পরিচালনা করেন মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়েন উদ্দিনসহ একদল বিজিবি সদস্য। এ সময় ৫১ বোতল বিয়ার ও ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা।

এর পরপরই উপজেলার উত্তরসীক এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল এবং ১টি হাতঘড়ি জব্দ করেন তারা। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।

একইদিন সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান উপজেলার ১৫নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা।

অধিনায়ক আসাদুজ্জামান আরো জানান, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আপনার মন্তব্য

আলোচিত