
১৬ জুন, ২০২৪ ১৩:৫০
মিঙাল, প্রথম বিষ্ণুপ্রিয়া মনিপুরি রক-ফিউশন ব্যান্ড আত্মপ্রকাশ করে ২০১৩ সালে। এই ব্যান্ডের উৎপত্তি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এবং তৎকালীন সকল সদস্য ছিলেন বিষ্ণুপ্রিয়া মনিপুরি।
প্রায় ১১ বছরের পথচলায় মিঙাল শ্রোতাদের দিয়ে এসেছে বেশ কিছু জনপ্রিয় গান। তাদের মধ্য, মধুশ্রী বৃন্দাবনে, কুঞ্জবনে, কুঞ্জকাননে, ইমা, আহো আজি উল্লেখযোগ্য।
ইতোমধ্যে মিঙাল ব্যান্ড কমলগঞ্জ এবং এর বাইরেও বেশ অনেকবার গান পরিবেশন করেছে। তাছাড়াও তারা রেডিওতেও দর্শকদের জন্য গান পরিবেশন করে।
এবার ১১তম বার্ষিকীতে মিঙাল ব্যান্ড পারফর্ম করবে ৩০ জনেরও বেশি শিল্পীদের সাথে একই মঞ্চে। ভারত থেকে আসবেন বিষ্ণুপ্রিয়া মনিপুরি সম্প্রদায়ের জনপ্রিয় শিল্পী ঋষি সিনহা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসাবে মিঙালের নতুন গান, কতিও দূরে; যার কথা ও সুর করেছেন বিশিষ্ট নাট্যকার এবং লেখক শুভাশিষ সমীর।
অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ১৮ জুন, মনিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজারে।
আপনার মন্তব্য